iQoo Z7 Pro, Realme 11 Pro ও Redmi Note 12 Pro ফোনের মধ্যে কোনটা সেরা
iQoo ভারতে লঞ্চ করেছে iQoo Z7 Pro ফোন। MediaTek Dimensity 7200 5G চিপসেট দ্বারা চালিত এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬৪ MP লাইট OIS ক্যামেরা। এই ফোনে রয়েছে 120Hz AMOLED ডিসপ্লে সহ Android 13 অপারেটিং সিস্টেম। iQoo Z7 Pro ফোনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে – ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। মিড-রেঞ্জ এই স্মার্টফোনটিতে ৬৬W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৬০০ mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের প্রারম্ভিক মূল্য ২৩,৯৯৯ টাকা। এই ফোন…