প্রকাশিত হল আইসিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল, প্রথম স্থানে বাংলার ‘ছয়’লাপ
প্রকাশিত হল আইএসসির ফল। সারা দেশব্যাপী প্রথম স্থানে রয়েছে ১৮ জন ছাত্রছাত্রী। তার মধ্যে এ রাজ্যের ৬ জন পড়ুয়া প্রথম স্থানে রয়েছে। রাজ্যে মোট পাশের হার ৯৯.১৫ শতাংশ। এ বছর ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্য ফল ছাত্রীদের। সর্বোচ্চ নম্বর ৩৯৯৷ ছাত্রদের মধ্যে পাশ করেছেন ৯৮.৯৩ শতাংশ৷ ছাত্রীদের মধ্যে পাশ করেছেন ৯৯.৪১ শতাংশ৷ রাজ্যের মোট পাশের হার ৯৯.১৫ শতাংশ৷ দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছেন ১৮ জন৷ এর মধ্যে রয়েছেন কলকাতার মহঃ আর্শ মুস্তাফা, প্রতীতী মজুমদার, অপূর্ব কশীশ, পানিহাটির পৃথ্বীজা মণ্ডল, আলিপুরদুয়ারের নিখিলকুমার প্রসাদ,…

