Israel-Hamas Deal: কারা সেই প্যালেস্তিনীয় বন্দি, যাঁদের মুক্তি দেবে ইজরায়েল?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় সাত সপ্তাহের যুদ্ধের পর ইজরায়েল ও হামাস একটি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় ইজরায়েল ও হামাস গাজা যুদ্ধে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। ৭ অক্টোবরের হামলায় বন্দি হওয়া ৫০ জনকে হামাস মুক্তি দেবে। বিনিময়ে, ইজরায়েল কমপক্ষে ১৫০ প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেবে এবং ছয় সপ্তাহেরও বেশি বোমাবর্ষণ, লড়াই এবং একটি ধ্বংসাত্মক অবরোধের পর গাজা উপত্যকায় আরও মানবিক সহায়তার সুযোগ দেবে। বড় প্রশ্ন হল সেই প্যালেস্তিনীয় বন্দি কারা যাদের ইজরাইল মুক্তি দিতে যাচ্ছে। বুধবার হামাস…