সিরিয়ার ২ এলাকায় মার্কিন বোমাবর্ষণে নতুন চিন্তা আন্তর্জাতিক মহলের, যুদ্ধ চলছেই
নয়াদিল্লি: ৭ থেকে ২৭ অক্টোবর, ইজরায়েল-হামাস যুদ্ধের (Israel Hamas War) কুড়ি দিন পার। এখনও পর্যন্ত সংঘর্ষ থামার (Israel Gaza Violence) কোথাও কোনও লক্ষণ নেই। তার উপর নতুন সংযোজন, সিরিয়ার পূর্ব দিকে দুটি এলাকায় বোমাবর্ষণ শুরু করেছে মার্কিন সেনা (US Bombards Syria)। যদিও আমেরিকার দাবি, এই হামলার সঙ্গে ইজরায়েল-হামাস যুদ্ধের কোনও সম্পর্ক নেই। দুটি পুরোপুরি আলাদা। গত ক’দিনের ঘটনাপ্রবাহ অবশ্য সে কথা বলছে না বলে ধারণা আন্তর্জাতিক কূটনীতির কারবারিদের। তবে কি ইজরায়েল-হামাস যুদ্ধ কেন্দ্র করে আরও বড় জট তৈরি হতে…