এক সোনাতে থামতে নারাজ, দ্বিতীয় স্বর্ণপদকের খোঁজে বৃহস্পতিবার লড়াই মেহুলির
কলকাতা: তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন। আর ফিরেই সোনার স্পর্শ পেয়েছেন মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। দক্ষিণ কোরিয়ার (South Korea) চাংওয়ানে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বুধবার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে। তবে এখানেই থেমে থাকতে নারাজ হুগলির বৈদ্যবাটির শ্যুটার। মেহুলির লক্ষ্য আরও বড়। দেশের হয়ে শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ (ISSF Shooting World Cup) থেকে দ্বিতীয় সোনা জিতে ফিরতে বদ্ধপরিকর বাংলার কৃতী কন্যা। বুধবার এবিপি লাইভকে মেহুলির মা মিতালি বললেন, ‘১০ মিটার এয়ার…