Kerosene: আরও মহার্ঘ হতে চলেছে কেরোসিন তেল, সেঞ্চুরির পথে জ্বালানি?
জুলাই মাস পড়তেই মহার্ঘ হয়ে উঠল কেরোসিন তেল। রেশনে বিক্রি হওয়া কেরোসিন তেলের ‘ইস্যু প্রাইস’ এক ধাক্কায় লিটারে ১৩ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সুতরাং কেরোসিনের খুচরো বিক্রি লিটারে ১০০ টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কেরোসিন তেল সেঞ্চুরি করলে মধ্যবিত্ত মানুষের আরও নাভিশ্বাস উঠবে। ঠিক কী জানা যাচ্ছে? পেট্রল–ডিজেলের দাম আগেই বেড়েছে। তার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে। আর গরিব মানুষের জ্বালানির (কেরোসিন তেল) দাম বেড়ে গেলে সেটা সাধারণ মানুষের কাছে বড় ধাক্কা। কেন্দ্রীয় সরকারের…