সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে পাবেন এই সুবিধা, জানুন ৫ গুরুত্বপূর্ণ বিষয়
ITR Filing: আর মাত্র করেয়কদিন হাতে সময়। ৩১ জুলাইয়ের মধ্যেই জমা করতে হবে আয়কর রিটার্ন (ITR)। অন্যথায় বড় জরিমানার মুখে পড়তে হবে আপনাকে। সেই ক্ষেত্রে প্রতিদিন ২০০ টাকা দেরির জন্য চার্জ করবে আয়কর দফতর (Income Tax Department)। Income Tax Returns: কাদের জন্য শেষ তারিখ কত ? ব্যক্তি ও বেতনভুক কর্মচারীদের আইটিআর ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই রাখা হয়েছে। যাদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই তাদের ক্ষেত্রেই এই নির্দিষ্ট তারিখ রেখেছে আয়কর বিভাগ। তবে যাদের অ্যাকাউন্ট অডিট করার দরকার,…