Jagannath Rath Yatra 2022: পুরীর রথযাত্রা নিয়ে যে কথা না-জানলেই নয়…
নিজস্ব প্রতিবেদন: আজ রথযাত্রা (Rath Yatra 2022)। আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে দেশব্যাপী অনুষ্ঠিত হয় এই রথযাত্রা উৎসব। পুরীর মন্দিরে আজ ভক্তদের জনসমুদ্র। জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামকে চাক্ষুস করে রথের রশিতে টান দিতে দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে আসেন এই শ্রীক্ষেত্রে। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর, এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনেই পুরীতে পুণ্যার্থীদের ভিড়। এই রথযাত্রা ঘিরে রয়েছে নানা কাহিনী। রথযাত্রা শুরু হয়েছিল, তা নিয়ে বিস্তর মতামত রয়েছে। অনেকেই ভরসা রাখেন ওড়িশার প্রাচীন পুঁথি ‘ব্রহ্মাণ্ডপুরাণ’-এর ওপর। এই পুঁথি…