Jaison Joseph: ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার প্রযোজকের দেহ, মৃত্যু ঘিরে ধন্দ!
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: ফ্ল্যাটে মৃতদেহ উদ্ধার হল এক প্রযোজকের। দক্ষিণী সিনেমার প্রযোজক জয়সন জোসেপের মৃতদেহ উদ্ধার হল তার অ্যাপার্টমেন্ট থেকে। কোচির পনমপল্লী নগরের তাঁর আবাসন থেকেই উদ্ধার হয়েছে বছর ৪৪-এর এই প্রযোজকের। পরে আবাসনের বাসিন্দারাই পুলিসে খবর দেন। পুলিস সূত্রে খবর, সন্ধ্যেবেলা এই ঘটনা সম্পর্কে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে দেহ কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই। জোসেফ,কুঞ্চাকো বোবানের “জামনাপিয়ারি” এবং “লাভা কুশা”-সহ অন্যান্য ছবির প্রযোজনা…