কোন ভুল করিনি:- ডোপিং করার পরেও নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচার পর মন্তব্য সিনারের
শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় ইতালির ইয়ানিক সিনার। বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা সিনার কয়েকদিন আগেই ডোপিংয়ের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তবে যেহেতু তাঁর ভুল ইচ্ছাকৃত ছিল না। তাই তাঁকে আর নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়নি। এই বিষয়ে বলতে গিয়ে সিনার জানিয়েছেন আমি কোন ভুল করিনি।ফলে নির্বাসন এড়ানোতে আমি যথেষ্ট স্বস্তি পেয়েছি।এই কথাই নিশ্চিত করেছেন ইয়ানিক সিনার স্বয়ং।সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক গেমসেও খেলতে দেখা যায়নি তাঁকে।চোটের কারণে গেমস শুরুর আগেই তিনি নিজের নাম প্রত্যাহার করেছিলেন। ইয়ানিক সিনার…


