North Korea: ফের প্রশান্ত মহাসাগরে একাধিক মিসাইল ‘ছুঁড়ল’ উত্তর কোরিয়া, জাপানে জারি জরুরি অবস্থা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিসাইলের পাল্টা মিসাইল। উত্তর বনাম দক্ষিণ কোরিয়ার লড়াইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের উপর দিয়ে ছুড়েছে দক্ষিণ কোরিয়া। তাতে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হল জাপানে। উত্তর কোরিয়ার মিসাইল উড়ে যেতে পারে এই মর্মে আগেই দেশের বাসিন্দাদের সতর্ক করেছিল জাপান। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ এই অ্যালার্ট জারি করা হয়। দেশের জাতীয় সংবাদমাধ্যমের তরফে এই বার্তা জারি করা হয়। জে-অ্যালার্ট ইমার্জেন্সি ব্রডকাস্টিং সিস্টেম জানিয়েছে, উত্তর জাপানের মিয়াগি, ইয়ামাগাতা ও নিগাতা প্রিফেকচারের বাসিন্দাদের বাড়ির ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে। উত্তর কোরিয়ার ছোড়া…