১২৩ টাকায় দমদার প্ল্যান, আনলিমিটেড কল ও ১৪ জিবি ডেটা, জিও ভারতের দারুণ অফার
কলকাতা: রিলায়েন্সের হাত ধরে যাত্রা শুরু করল জিও ভারত৷ ভারতকে টুজি মুক্ত তৈরি করাই এখন লক্ষ্য জিও ভারতের৷ দেশের সমস্ত মানুষের কাছে সুলভে ইন্টারনেট পৌঁছে দেওয়াই হবে কাজ৷ দেশে ফাইভ জি পরিষেবা শুরু হয়ে গেলেও দেশের একটা অংশের মানুষ এখনও ইন্টারনেট পরিষেবার বাইরে রয়েছেন, তাঁদের হাতে হাতে ফোন পৌঁছে দিতেই এই ব্যবস্থা৷ আর সেই পরিষেবা দেওয়ার বিষয়ে আকর্ষণীয় প্ল্যান এনেছে জিও ভারত৷ জিও ভারত ঘোষণা করেছে, মাত্র ৯৯৯ টাকায় এই ফোন পাওয়া যাবে৷ এটিতে থাকবে ইন্টারনেট পরিষেবা৷ বলা হয়েছে,…