২১ জুলাই পথ চলা শুরু করছে JIO ইন্সটিটিউট! পড়ানো হবে AI, ডেটা সায়েন্স!
#মুম্বই: বুধবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাল Jio ইনস্টিটিউট। অনুষ্ঠানে অংশ নেন ছাত্রছাত্রীরা, তাঁদের অভিভাবকরা, Jio ইনস্টিটিউটের নেতৃত্ব এবং কর্মীরা, রিলায়েন্স পরিবারের সদস্যরা এবং শিল্প ও শিক্ষার সঙ্গে জড়িত দিকপালরা। Jio ইনস্টিটিউট কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডিজিটাল মিডিয়া এবং মার্কেটিং কমিউনিকেশনে দু’টি উদ্বোধনী স্নাতকোত্তর পাঠ্যক্রমের শিক্ষাবর্ষ শুরু করছে। আগামিকাল, ২১ জুলাই থেকেই শুরু হবে পঠনপাঠন। Jio ইনস্টিটিউটের স্নাতকোত্তর পাঠ্যক্রমের প্রথম ব্যাচে ভারতের ১৯ টি রাজ্য এবং ভারতের বাইরের ৪ টি দেশ- দক্ষিণ আফ্রিকা,…