Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Free Netflix: Jio ছাড়া আর কেই বা দিতে পারে এই অফার, নেটফ্লিক্স তাও আবার ফ্রি, ধাঁসু প্ল্যানে কী কী থাকছে
Free Netflix: Jio ছাড়া আর কেই বা দিতে পারে এই অফার, নেটফ্লিক্স তাও আবার ফ্রি, ধাঁসু প্ল্যানে কী কী থাকছে

Jio-র সাবস্ক্রিপশনে নেটফ্লিক্স ফ্রি মুম্বই: Amazon Prime Video-র সবচেয়ে বড় সুবিধে এই যে ওটিটি দেখার পয়সা দিলে সঙ্গে প্রাইম মেম্বারশিপটাও আপসে চলে আসে। তবে, যাঁরা মোবাইল ফোনের প্ল্যান থেকে দেখেন, তাঁদের Amazon-এর প্রাইম মেম্বারশিপ থেকে বঞ্চিতই থাকতে হয়। আরও একটা ব্যাপার আছে। এখন Amazon Prime Video তার বেশিরভাগ কনটেন্টই রেন্ট-এ দিয়ে রেখেছে। ফলে, কনটেন্টের দিক দিয়ে বিচার করলে Netflix রয়েছে এগিয়ে। যত দিন যাচ্ছে, এই দেশে তার জনপ্রিয়তা বাড়ছে বই কমছে না। তবে, সেটা দেখতে হলেও তো পয়সা ফেলতে…

Read More