NVIDIA-র সঙ্গে হাত মিলিয়ে এআই ক্লাউড পরিকাঠামো বানাবে জিও, কাজ করবে সব ক্ষেত্রে
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় ভারতের অবস্থান মজবুত করতে শুক্রবার জিও প্ল্যাটফর্ম লিমিটেড NVIDIA-এর সঙ্গে যৌথ ভাবে অত্যাধুনিক ক্লাউড ভিত্তিক এআই পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দেশের গবেষক, ডেভেলপার, স্টার্টআপ উদ্যোক্তা, বিজ্ঞানী, এআই অনুশীলনকারী এবং অন্যান্যরা এই দ্রুত গতির কম্পিউটিং এবং উচ্চ গতির নিরাপদ ক্লাউড পরিকাঠামো ব্যবহার করতে পারবেন, যাতে চরম দক্ষতার সঙ্গে কিন্তু নিরাপদে কাজ করা যায়। নতুন পরিকাঠামো দেশের মূল উদ্যোগগুলি এবং বিস্তৃত পরিসরে এআই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবে। যার মধ্যে এআই চ্যাটবট, ওষুধ, আবিষ্কার, জলবায়ু গবেষণা…