Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Lionel Messi in Barcelona: মেসির জন্য দরজা খোলা, জানিয়ে দিলেন বার্সেলোনার সভাপতি
Lionel Messi in Barcelona: মেসির জন্য দরজা খোলা, জানিয়ে দিলেন বার্সেলোনার সভাপতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) জন্য বার্সেলোনার (Barcelona FC) দরজা সবসময় খোলা। বার্সার সভাপতি জোয়ান লাপোর্তা (Joan Laporta) এমনই মন্তব্য করেছেন। লাপোর্তার এহেন মন্তব্যের পরে মোসিকে নিয়ে জল্পনা বাড়ছে। ফুটবল পণ্ডিতদের মতে তবে কি ‘এল এম টেন’-এর পরবর্তী গন্তব্য বার্সা? ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে (Paris Saint-Germain) মেসি। এই বার্সাতেই ছেলেবেলা থেকে বেড়ে উঠেছেন মেসি। বার্সার হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন তিনি। পিএসজি-তে চলে যাওয়ার পরে বার্সেলোনায় মেসির প্রত্যাবর্তন নিয়ে কালি খরচ হয়েছে প্রচুর।…

Read More