আদালতের সিদ্ধান্তের উল্টোদিকে দাঁড়িয়ে গর্ভপাত বিষয়ে বিশেষ অর্ডার পাশ বাইডেনের
#ওয়াশিংটন: গর্ভপাত আইন বিরুদ্ধ, ঘোষণা করেছিল আদালত, আমেরিকায় সেই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে একজিকিউটিভ অর্ডার সই করতে চলেছেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সে কথা ঘোষণা করা হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে। ঘোষণা করেছেন খোদ বাইডেন। বলেছেন, নারীদের যে অধিকার সুপ্রিম কোর্ট রক্ষা করার দায় নেয়নি, সেই অধিকার রক্ষার দায় আমাকে নিতে হবে। সেই কারণেই আমি আজকে এই বিশেষ একজিকিউটিভ অর্ডার আমি সই করছি। হোয়াইট হাউজের সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই…