রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী, যুগান্তকারী গবেষণায় বাঁচবে এবার বহু প্রাণ
নয়াদিল্লি: রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী। যারা হলেন ডেভিড বেকার, জন জাম্পার, ডেমিস হাসাবিস (David Baker John Jumper and Demis Hassabis )। মূলত তাঁরা প্রোটিনের উপরে কাজ করেছেন। প্রোটিনের আকার এবং গঠনের জন্য এই তিনজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পাচ্ছেন। গবেষণায় প্রকাশ্যে বহু অজানা তথ্য বুধবার রয়াল স্যুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্টিস্ট ঘোষণা করে যে, ‘কম্পিউটেশানাল প্রোটিন ডিজাইনের’ জন্য নোবেল প্রাইজের অর্ধেক পাচ্ছেন ডেভিড বেকার। এবং বাকি অর্ধেক ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের’ জন্য জাম্পার ও ডেমিস হাসাবিসের জন্য বরাদ্দ থাকছে। ডেমিস হাসাবিভিস…