রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল জুডোকার সুশীলা দেবীকে, ব্রোঞ্জ জয় বিজয় কুমারের
বার্মিংহাম: জুডোকার সুশীলা দেবীর (Sushila Devi) হাত ধরে ভারত ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) চতুর্থ স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছিল। তবে সেই আশা পূর্ণ হল না। জুডোর ৪৮ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হলেন মণিপুরের জুডোকার। সুশীলার রুপো ফাইনালে দক্ষিণ আফ্রিকার মিশেল হোয়াইটবুইয়ের বিরুদ্ধে হারতে হল ২৭ বছর বয়সি সুশীলা দেবীকে। ফাইনালে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে শেষ পর্যন্ত ৪.২৫ মিনিটের ম্যাচে ‘ওয়াজা আরি’-এর মাধ্যমে পরাজিত হতে হল সুশীলা দেবীকে। ‘গ্লোডেন স্কোর’ পিরিয়ডেই ভারতীয় জুডোকা পরাজিত হন। ফলে রুপো জিতেই…