Super Human: টানা ১০০ দিন জলের তলায় থেকে ‘সুপার হিউম্যান’ হয়ে উঠবেন এই অধ্যাপক! কী ভাবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি একাধারে নেভি ডাইভার, আবার অধ্যাপক, পাশাপাশি গবেষকও। বছর ৫৫-র মানুষ এই জোসেফ দিতুরি এখন এক অদ্ভূত পরীক্ষায় মেতেছেন। তিনি এখন টানা জলের তলায় থাকছেন। এবং থাকতে থাকতে ৩৫ দিন হয়ে গেল, তাঁর ১০০ দিন থাকার কথা। এর মধ্যে তিনি রেকর্ডও করবেন। আসলে ভাঙবেন। টানা ৭৩ দিন জলের তলায় থাকার একটা রেকর্ড হয়ে আছে। এটা তিনি ভাঙবেন। ২০১২ সালে মার্কিন নৌ দফতর থেকে অবসর নিয়েছেন জোসেফ দিতুরি। ১ মার্চ এই পরীক্ষা শুরু করেছিলেন তিনি।…