ছেলের বয়স সবে ২, ফের মা হচ্ছেন সোনম! ক্যাটরিনার আগেই তাঁর কোলে আসবে সন্তান?
মহানবমীর ধুমধাম দেশজুড়ে। দুর্গাপুজো-নবরাত্রির আনন্দে মাতোয়ারা সকলেই। এর মাঝেই বুধবার শোনা গিয়েছে,ফের মা হচ্ছেন সোনম কাপুর আহুজা। গত এক সপ্তাহ ধরে পর্দায় তাঁর বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে খবরের শিরোনামে রয়েছেন অনিল কন্যা। দু-বছর আগে ব্লাইন্ডে শেষবার দেখা মিলেছিল তাঁর। গত মাসে বিমানবন্দরে সোনমকে দেখে অনেকেই দাবি করেছিলেন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা নায়িকা। ব্যাগি প্যান্ট এবং একটি ঢিলেঢালা ধূসর বোতাম-ডাউন শার্টে গর্ভবতী দেখাচ্ছিল সোনমকে। সাম্প্রতিক রিপোর্ট বলছে, সত্যিই মা হতে চলেছেন সোনম, বায়ুর ভাই বা বোন আসছে। সোনম কাপুর আহুজা এবং তার…

