Asian Games 2023: ৭২ বছরে পদকের খরা কাটল! শটপাটে ইতিহাস লিখলেন কিরণ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ান গেমসে ১৯৫১ সালে শেষবার ভারত শটপাট ইভেন্টে পদক জিতেছিল। বারবারা ওয়েবস্টারের (Barbara Webster) হাত ধরে এসেছিল ব্রোঞ্জ। ৭২ বছর পর এশিয়াডের আসর থেকে ভারতকে দ্বিতীয় পদক এনে দিয়ে ইতিহাস লিখলেন কিরণ বালিয়াঁ (Kiran Baliyan)। কিরণও শুক্রবার জিতলেন ব্রোঞ্জ। নয়াদিল্লির পর এবার হুয়াংঝাউ। বারবারার মতোই কিরণও জিতলেন ব্রোঞ্জ। এদিন কিরণ ১৭.৩৬ মিটার দূরে চার কেজির লোহার বলটিকে ছুড়ে পাঠান। বছর চব্বিশের মেয়ের জন্য এই পদক অনেক বেশি স্পেশ্যাল। কারণ বিদেশের মাটিতে প্রথম সিনিয়র পর্যায়ের…