প্রতিবার কুম্ভমেলার সময় পড়ে ভারতের শেয়ার বাজার ! ২০ বছর ধরে একই ঘটনা !
Kumbh Mela 2025 : কাকতালীয় হলেও সত্যি ঘটনা। পরিসংখ্যান বলছে, গত ২০ বছরে কুম্ভমেলার (Kumbh Mela 2025) দিনে ধস (Stock Market Crash) নেমেছে ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market)। আজও ঘটেছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সোমবার সপ্তাহের শুরুতেই একদিনে ১৪ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা (Investment)। গল্প নয় সত্যি আজ প্রয়াগরাজে ৪৫ দিনব্যাপী মহা কুম্ভমেলা শুরু হয়েছে। এই সময়ে প্রায় 40 কোটি মানুষ সঙ্গম তীরে ডুব দেবেন। ভারতে শেয়ার বাজারের অতীত বলছে, এই সময় সেনসেক্সও পড়ে যেতে পারে। এটা…