পয়গম্বর বিতর্কে যে প্রবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন, তাদের ফেরত পাঠাবে কুয়েত
কুয়েত: পয়গম্বর বিতর্কে এবার নতুন মোড় ৷ কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কুয়েতে যে সব প্রবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের প্রত্যেককে নিজেদের দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার ৷ পাশাপাশি যাদের ফেরত পাঠানো হবে, তারা যাতে আর কখনও ফেরত আসতে না পারে, সেই বিষয়টাও নিশ্চিত করা হবে ৷ কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার চায় তাদের দেশে বসবাসকারী সব প্রবাসীই যেন সে দেশের আইন মেনে চলেন। এক বিতর্কিত মন্তব্যের জেরে গত…