রাজস্থান রয়্যালস তারকার ঐতিহাসিক স্পেল সত্ত্বেও টিম ডেভিডের দাপটে প্রোটিয়াদের হারাল অস্ট্রেলিয়া
ডারউইন: ওয়েস্ট ইন্ডিজ় সফরে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। দেশে ফিরেও সেই ফর্ম অব্যাহত রাখলেন টিম ডেভিড (Tim David)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচেই (AUS vs SA 1st T20I) দুরন্ত ৮৩ রানের ইনিংস খেললেন টিম ডেভিড। সেই ইনিংসেই ভর করেই প্রোটিয়াদের হারাল অস্ট্রেলিয়া। রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি কিউইনা মাফাকার (Kwena Maphaka) ঐতিহাসিক বোলিং স্পেলও দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিতে পারল না। প্রথমে ব্যাটে নেমে বিধ্বংসী মেজাজে শুরুটা করেছিল অস্ট্রেলিয়া। তবে একদিকে যেখানে চার, ছক্কা ফুলঝুরি দেখা যাচ্ছিল, সেখানে অপরদিকে…

