Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সোডিয়াম ল্যাম্প কাজ করত মশা মারারও! কেন আর দেখা যায় না রাস্তায়? জানুন আসল কারণ
সোডিয়াম ল্যাম্প কাজ করত মশা মারারও! কেন আর দেখা যায় না রাস্তায়? জানুন আসল কারণ

নয়া দিল্লি:  গত এক দশকে রাস্তাঘাটের চেহারা বদলে গিয়েছে। পথবাতির আকৃতি বদলেছে, বদলেছে প্রকৃতিও। এক সময় রাস্তার মোড়ে মোড়ে জ্বলত সোডিয়ামের বাতি বা ভেপার ল্যাম্প। তার গনগনে হলুদ আলো চারদিকে ঠিকরে পড়ত। বিকেল শেষ হতেই আলো জ্বলে উঠত। ধীর ধীরে তা গনগনে হয়ে উঠত। আর সেই আলোর দিকে ধেয়ে আসত নানা রকম পতঙ্গ। সকালবেলা মশা বা শ্যামাপোকার মৃতদেহ পড়ে থাকত ল্যাম্পপোস্টের নিচে স্তূপাকারে। এই আলোগুলো বদলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এখন সব রাস্তাতেই দেখা যায় সাদা এলইডি আলো। সেগুলি…

Read More