ঠিকরে বেরোচ্ছে গোলাপি আভা! খোঁজ মিলল আফ্রিকায়
নয়াদিল্লি: হালকা গোলাপি রং। আকারে বেশ বড়। এমন একটি পাথর নিয়েই এখন হুলস্থুল। কারণ সেটি একটি হিরে। অতি বিরল গোলাপি হিরে (Pink Diamond)। এমনই একটি হিরে মিলেছে আফ্রিকার একটি হিরে সমৃদ্ধ দেশ থেকে। দেশটির নাম অ্যাঙ্গোলা। একটি সূত্রের দাবি, গত তিনশো বছরের মধ্যে এমন বড় আকারের হিরে উদ্ধার হয়নি। এখন হিরেটির ওজন ১৭০ ক্যারেট। কোথায় মিলল এমন হিরে? মধ্য আফ্রিকার অ্যাঙ্গোলা হিরে সমৃদ্ধ দেশ। সেই দেশের উত্তর-পূর্ব এলাকা হিরের জন্য বিখ্যাত। সংবাদ সংস্থা সূত্রের খবর, সেখানেই লুলো খনি (Lulo…