বিনা পয়সায় কোর্টে ওকালতি করতে চান মমতা, নিজে মুখেই জানালেন ইচ্ছের কথা
আদালতে পরিচিত আইনজীবীদের দেখেই অভ্যস্ত সাধারণ মানুষ। কালো শামলা গায়ে চাপিয়ে আদালতের করিডর দেখে আইনজীবীদের হেঁটে যাওয়ার দৃশ্য়, কিংবা জোরালো সওয়ালে প্রতিপক্ষকে ঘায়েল করতেও দেখা যায় তাঁদের। কিন্তু সেই জায়গায় যদি কোনও একদিন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখেন তবে কেমন লাগবে? যিনি জনসভায় বিরোধীদের তাঁর কথায় ফালাফালা করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এবার কোর্টরুমে আইনজীবী হিসাবে যান তবে তা নিঃসন্দেহে বাংলায় এক অন্য ছবি হাজির করবে। তবে খোদ মুখ্যমন্ত্রী এনিয়ে তাঁর ইচ্ছার কথা মঙ্গলবার খোলাখুলিই জানিয়ে দিয়েছেন। আলিপুর জাজেস…