Death of Former Dutch PM: ৭০ বছরের দাম্পত্যে ইতি টেনে স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ প্রাক্তন প্রধানমন্ত্রীর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী ড্রাইস ভ্যান অগট সেদেশের আইনত সিদ্ধ ইউথেনেশিয়া বা ইচ্ছামৃত্যুর সহায়তায় মৃত্যুবরণ করলেন। সঙ্গে নিলেন স্ত্রীকেও। আর এর সঙ্গেই শেষ হল তাঁদের সাত দশকের দাম্পত্য। নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী ড্রাইস ভ্যান অগট এবং তাঁর স্ত্রী ইউজিনি হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করলেন। আর এর সঙ্গেই শেষ হল তাঁদের দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পদে ছিলেন ভ্যান অগট। ক্রিশ্চান ডেমোক্র্যাটিক আপিল পার্টির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন তিনি।…