দিনে জমান মাত্র ৬০ টাকা! লাখপতি বানানো পলিসি আনল LIC, জেনে নিন
নয়া দিল্লি: এলআইসি দেশের প্রতিটি শ্রেণির মানুষের জন্য নতুন নতুন পলিসি নিয়ে আসছে। প্রায়শই মহিলারা বিমা পলিসি কেনার ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকে। এমন পরিস্থিতিতে মহিলাদের কথা মাথায় রেখে এলআইসি একটি বিশেষ বিমা পলিসি চালু করেছে। এই পলিসির নাম এলআইসি আধার শিলা পলিসি। যে সমস্ত মহিলার বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। এই পলিসিতে যে কোনও মহিলা সর্বনিম্ন ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকার বিমা কিনতে পারবেন। LIC-এর এই স্কিমের অধীনে আপনি ত্রৈমাসিক, অর্ধবার্ষিক…