‘Zen Z’ না ‘Zen Y’, মিথ্যে বলায় এগিয়ে কারা, সমীক্ষার রিপোর্টে চমক
নয়াদিল্লি: ভাল অভিনেতা হতে গেলে অবলীলায় মিথ্যে বলার অভ্যাস রপ্ত থাকা জরুরি বলে মনে করেন অনেকে। কিন্তু পেশায় অভিনেতা না হলেও, নিঃসঙ্কোচে, অবলীলায় মিথ্যে বলে যেতে পারেন কিছু মানুষ (Millenials)। কিন্তু বর্তমান দিনে মিথ্যে বলায় সবচেয়ে এগিয়ে কারা, সামনে আনল আন্তর্জাতিক সমীক্ষা। তাতে মিথ্যে বলায় ‘মিলেনিয়ালস’ ই এগিয়ে রয়েছেন। ‘মিলেনিয়ালস’ অর্থাৎ ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম যাঁদের। বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে অথবা সোশ্যাল মিডিয়া, মিথ্যে বলায় এঁদের জুড়ি মেলা ভার বলে জানা গেল। (Viral News) বিভিন্ন পরিস্থিতিতে কারা…