SSC Scam: ৯জন শিক্ষকের তালিকা CBI’র হাতে, বিরাট অভিযোগ তাদের বিরুদ্ধে
বাংলায় শিক্ষক নিয়োগের দুর্নীতির ঘটনায় এবার বড় মোড়। সূত্রের খবর, এবার সিবিআইয়ের হাতে ৯জন শিক্ষকের তালিকা। তাদের ভূমিকা প্রশ্নের মুখে। একাধিক সূত্রের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে সিবিআই। সেই তালিকায় রয়েছে একাধিক স্কুল শিক্ষক ও কলেজের অধ্য়াপকের নাম। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে তারাই মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন। এবার তারাই সিবিআইয়ের রাডারের নীচে। ইতিমধ্যেই তাদের মধ্য়ে একজনকে জেরা করা হয়েছে। বাকিদের জেরা করার প্রস্তুতি শুরু করছে সিবিআই। অভিযোগ তারাই মাঝে কলকাঠি নাড়তেন। সূত্রের খবর, সব মিলিয়ে সিবিআইয়ের হাতে যে তালিকা…