Pakistan Lockdown: টিএলপির বিক্ষোভের জেরে কাঁপছে পাক সরকার, ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে লকডাউন ঘোষণা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেহরিক ই লাব্বাইক পাকিস্তান(TLP) এর বিক্ষোভের আতঙ্কে কাঁপছে পাকিস্তান সরকার। এর জেরেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ দুই শহরে পরপর দুদিন লকডাউন ঘোষণা করল সরকার। শুনশান রাস্তাঘাট। একদিকে, আফগানিস্তানের দক্ষিণে পাক সেনাকে বেধড়ক মেরেছে তালিবান সেনা। তার উপরে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে তেহরিক ই লাব্বাইক পাকিস্তান। পাক সংবাদমাধ্য়ম দ্যা ডন-র খবর অনুযায়ী শহরের নিরাপত্তা বাজায় রাখতে মোতায়েন করা হয়েছে ১২০০ প্যারা মিলিটারি জওয়ান। এদিকে জিটি রোড ধরে লাহোর থেকে করাচি পর্যন্ত লং মার্চ শুরু করেছে…

)