Mumbai Crime: চাদরে ঢাকা মৃতদেহ দু’জনের মাঝে বসানো স্কুটিতে! প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামীকে খুন! গ্রেফতার ঘাতক স্ত্রী
Mumbai Crime: খুনের পরে প্রেমিকের সঙ্গে থানায় গিয়ে স্বামী নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ জানান পূজাপ্রতীকী ছবি মুম্বই: প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামীকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল এক গৃহবধূকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের মালওয়ানি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত যুবক রাজেশ চহ্বনের দেহ স্কুটিতে চাপিয়ে নিয়ে গিয়ে আধ কিলোমিটার দূরে ফেলে আসেন স্ত্রী পূজা (২৮) এবং তাঁর প্রেমিক ইমরান মনসুরি (২৬)। নিজের বাড়িতেই তাঁর দুই সন্তানের উপস্থিতিতে রাজেশকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে…



