বাড়ির LPG গ্যাস কানেকশনের জন্য এবার দিতে হবে বেশি দাম, বাড়ল রেগুলেটারের দামও
#নয়াদিল্লি: রান্নার গ্যাসে ব্যবহার হওয়া বস্তুর দামে বেশ কয়েকদিন ধরে দাম বেড়েছে ৷ এবার রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়ার জন্য দিতে হবে বেশি টাকা ৷ পেট্রোলিয়াম সংস্থাগুলি আগামিকাল অর্থাৎ ১৬ জুন থেকে লাগু করা হবে ৷ মানিটকন্ট্রল ডট কমের একটি রিপোর্ট অনুযায়ী, ১৪.২ কিলোগ্রামের সিলিন্ডারের সিকিউরিটি অ্যামাউন্ট ৭৫০ টাকা বাড়ানো হয়েছে ৷ পাঁচ কিলোগ্রামের সিলিন্ডারের জন্য এবার ৩৫০ টাকা বেশি দিতে হবে ৷ সিলিন্ডারের সঙ্গে যে গ্যাস রেগুলেটর দেওয়া হয় তার দামও ১০০ টাকা বাড়ানো হয়েছে ৷ উজ্জ্বলা যোজনার…