১৫ থেকে ২০ কর্মী নিয়োগ হবে বাংলায়, BGBS-এ ঘোষণা লারসেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রি
কলকাতায় যে ক’টি তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে, তার মধ্যে অন্যতম বড় সংস্থা হল লারসেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রির বা এলটিআই মাইন্ডট্রি। ভবিষ্যতে বাংলায় তাদের কর্মকাণ্ড আরও বাড়াতে চলেছে এলটিআই মাইন্ডট্রি। বাংলায় আরও কর্মী নিয়োগ করতে চলেছে তারা। বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন সংস্থার সিওও নচিকেত দেশপাণ্ডে। সম্মেলনে নচিকেত জানান, বর্তমানে সল্টলেকে তাদের যে অফিস আছে, সেখানে ৩৫০০ জন কর্মী নিযুক্ত আছেন। এছাড়াও সিলিকন ভ্যালিতে তৈরি হচ্ছে আলাদা ক্যাম্পাস। সেটি তাদের সংস্থার নিজস্ব ক্যাম্পাস হবে। আগামী ৪ থেকে ৫…