চাঁদে ছড়িয়ে ছোট কাচের পুঁতির মতো ওগুলি কী? ওর মধ্যেই কী জল?
নয়াদিল্লি : ছোট্টবেলা থেকে চাঁদ নিয়ে মানুষের কল্পনার শেষ নেই। সেই চাঁদের বুড়ির চরকা কাটা থেকে চাঁদের আলো মেখে রোম্যান্স, পৃথিবীর এই প্রাকৃতিক উপগ্রহ ঘিরে জল্পনা কল্পনার অন্ত নেই। চাঁদে কি প্রা সৃষ্টি হতে পারে ? চাঁদে কি জল আছে ? এমন নানা প্রশ্নের সঠিক উত্তর আজও খুঁজে চলেছে মানুষ। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে চাঁদে প্রাণের সম্ভাবনা খুঁজছেন। এই বিষয়ে নানা সময় নানা তথ্য সামনে এসেছে। চাঁদে ছড়িয়ে রয়েছে ছোট কাচের পুঁতির মতো জিনিস ! হালফিলে একটি নতুন বিষয়…