‘দেখতেই হবে…’ ময়দান দেখে মুগ্ধ সৌরভ, অজয়ের ছবির তারিফ করে লিখলেন কী?
সদ্যই মুক্তি পেয়েছে ময়দান। দর্শক থেকে সমালোচক সকলের মুখেই কেবল অজয় দেবগনের ছবির প্রশংসা। বক্স অফিসেও জমিয়ে ব্যবসা করছে এই ছবিটি। এবার খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় এই স্পোর্টস ড্রামার রিভিউ দিলেন। ময়দান নিয়ে কী বললেন সৌরভ? ক্রিকেট দুনিয়ার অন্যতম লিভিং লেজেন্ড তথা দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি ময়দান দেখে নিজের মতামত জানালেন। অজয় দেবগনের এই ছবির প্রশংসা করে জনগণকে অনুরোধ করলেন সেই ছবিটি হলে দেখতে যাওয়ার জন্য। এদিন ময়দান ছবিটির প্রশংসা করে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, ‘কেউ ময়দানের দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা মিস…