একুশের মঞ্চেই কি বিজেপির বড় ভাঙনের সূত্রপাত হবে? তটস্থ গেরুয়া শিবির
একুশের নির্বাচনের আগে যে যোগদান মেলা বিজেপি শুরু করেছিল তা একুশের নির্বাচনের ফলাফলের পর থেকে ব্যুমেরাং হয়ে উঠেছে। একাধিক বিধায়ক–সাংসদ থেকে নেতা–কর্মীরা বিজেপি সংস্রব ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাত পোহালেই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ শহিদ দিবস। সেখানে কোন হেভিওয়েট সেদিন শিবির বদল করবেন? এই প্রশ্নেই আপাতত তটস্থ গেরুয়া শিবির। বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে? ফি–বছর তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্ট মানুষদের অনেককে ঘাসফুল শিবিরে যোগদান করতে দেখা যায়। ২০২১ সালের বিধানসভা…