Sheikh Hasina ouster from Bangladesh: ‘আমরাই শেষ করেছি ওর রাজত্ব…’ হাসিনাকে সরাতে বড় চক্রান্ত! কে করেছিল এই ষড়যন্ত্র?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ জুড়ে চলছে চরম নৈরাজ্য। ভারত বিদ্বেষ যেন ডাল-পালা মেলে ছড়াচ্ছে পদ্মাপাড়ে। প্রতিদিনই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত। ভারতের বিরুদ্ধে ছোঁড়া হচ্ছে হুংকার। তোলা হচ্ছে যুদ্ধ জিগির। এর মাঝেই সামনে এসেছে এক বিস্ফোরক তথ্য। ‘হাসিনা সরকারকে উৎখাতে আমাদের ভূমিকা ছিল’, হাফিজ সঈদের সংগঠনের বিস্ফোরক দাবি! ইউনূসের ভূমিকা নিয়ে উঠছে বিরাট প্রশ্ন: বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পিছনে কার হাত রয়েছে? এতদিনে সামনে এল সব সত্যিটা। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আসরে নামে…

