নিজের প্রাক্তন দলের হয়ে ফের একবার মাঠে নামতে চলেছেন মেসি?
নয়াদিল্লি: মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপ, সাতটি ব্যালন ডি’অর জয় থেকে একগুচ্ছ অনন্য নজির, কী নেই মেসির দখলে। এবার সতীর্থের আমন্ত্রণে সেই মেসিই নিজের প্রাক্তন দলের জার্সি গায়ে চাপিয়ে ফের একবার মাঠে নামতে চলেছেন। প্রাক্তন ক্লাবের হয়ে ম্যাচ সকলেই জানেন বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি থেকে মেসির উত্থান। তবে লা মাসিয়াতে যোগ দেওয়ার আগে আর্জেন্তিনার নিউওয়েলস ওল্ড বয়েজের (Newell’s Old Boys) অ্যাকাডেমিতে ছিলেন মেসি। এমনকী নব্বইয়ের দশকে একসময় মারাদোনা যখন ওল্ড বয়েজের সিনিয়র দলের হয়ে…