মেয়ো রোডে Minibus দুর্ঘটনা, আহতদের পাশে থাকতে প্রতিযোগিতায় TMC- CPIM
মেয়ো রোডে উলটে গিয়েছিল মেটিয়াবুরুজ-হাওড়া রুটে মিনিবাস। একটা বাইককে বাঁচাতে গিয়ে উলটে যায় বাস। সেই বাইকে ছিল ১৬ বছর বয়সী ফারহান আহমেদ খান। মৃত্যু হয়েছে তার। সে ওয়াটগঞ্জের বাসিন্দা। ৪২ বছর বয়সী অপর এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। একাধিক বাসযাত্রী আহত হয়েছেন এদিন। পুলিশ দমকল উদ্ধার করে তাদের। স্থানীয়রাও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তবে এদিন দুর্ঘটনার পরে কার্যত রাজনীতির বেড়াজালকে দূরে রেখে আহতদের পাশে দাঁড়াল শাসক, বিরোধী উভয়ই। কে আগে আহতদের পাশে দাঁড়াবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতাও…