Messi in Kolkata: কলঙ্কিত গর্বের যুবভারতী! আদালতে পেশ শতদ্রুকে, সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য…
বিক্রম দাস: শনিবার চূড়ান্ত বিশৃঙ্খলা সল্টলেক স্টেডিয়ামে। লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে তুমুল গোলমাল যুবভারতী স্টেডিয়ামে, ভাঙচুর। ২০ মিনিট মাঠে থেকেই বেরিয়ে যান বিশ্বকাপজয়ী। আর তারপরই গ্রেফতার করা হয় GOAT-র মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রবিবার শতদ্রুকে বিধাননগর আদালতে পেশ করবে পুলিস। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে পুলিসের তরফে। শতদ্রু ছাড়াও আরও কারা কারা রেস্পন্সিবল পার্সন রয়েছে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে জানতে শতদ্রুকে জেরা। কীভাবে ও কাদের অনুমতিতে জলের বোতল স্টেডিয়ামের ভিতরে ও কারা দাম ঠিক করল জানতে জিজ্ঞাসাবাদ।…

