ISL 2024-25: মরশুমের মাঝপথে ইস্টবেঙ্গলে বড় ধাক্কা! চোটের জন্য ছিটকে গেলেন তালাল
মরশুমের মাঝপথেই বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। হাঁটুর চোটের কারণে চলতি আইএসএল থেকে ছিটকে গেলেন ইমামি ইস্টবেঙ্গল এফসির মিডফিল্ডার মাদিহ তালাল। ইমামি ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে এই খবর জানান হয়েছে। মিডিয়া বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, আইএসএল ২০২৪-২৫-এর বাকি মরশুমে আর তালালকে পাওয়া যাবে না। কী জানিয়েছে ইস্টবেঙ্গল- ইস্টবেঙ্গলের তরফ থেকে এটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে লেখা আছে, ‘ইমামি ইস্টবেঙ্গল এফসি মিডফিল্ডার মাদিহ তালাল দুর্ভাগ্যবশত ওড়িশা এফসির বিরুদ্ধে সাম্প্রতিক হোম ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। তাঁর মেডিকেল রিপোর্ট…