প্রয়াত মিলান কুন্দেরা, ৯৪-এ জীবনাবসান, ইতিহাস হয়ে রইল চেক লেখকের আখ্যানভঙ্গি
প্যারিস: প্রয়াত বিশ্বখ্যাত লেখক মিলান কুন্দেরা। ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইয়িং’-এর লেখক গতকাল, মঙ্গলবার প্যারিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। চেক ও ফরাসি ভাষায় মূলত লিখেছেন মিলান কুন্দেরা। তাঁর লেখা চল্লিশের বেশি ভাষায় অনূদিত হয়েছে সারা পৃথিবীতে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন মিলান কুন্দেরা। বিংশ শতাব্দীর অন্যতম কালজয়ী লেখক ১৯২৯ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন চেকস্লাভাকিয়ার ব্রানোতে। কিন্তু ১৯৭৫ সালে ফ্রান্সে চলে যান তিনি। দেশের সরকারের সঙ্গে মতানৈক্যের জন্য তিনি দেশ ত্যাগ করেন। গত…