Yevgeny Prigozhin: ‘পিঠে ছুরি-মারা’ ইয়েভগেনিকে কি ক্ষমা করবেন পুতিন? নাকি প্রতিশোধের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়ার রাজনৈতিক মহলের প্রবাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না! ইয়েভগেনিকেও তাহলে ক্ষমা করবেন না তিনি? অন্তত তেমনই অনুমান সংশ্লিষ্ট মহলের। রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান হল ভাগনার। আর এই ভাগনারেরই প্রধান হলেন ইয়েভগেনি প্রিগোশিন। তাঁর বিদ্রোহ সাড়া ফেলে দিয়েছে রাশিয়ায়। হতচকিত করে দিয়েছে সারা বিশ্বকে। ইয়েভগেনি প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করে তাঁর বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাজধানী মস্কো অভিমুখে যাত্রা করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি তাঁর এই অভিযান বন্ধ করেন। কিন্তু…