নিজেদের প্রাণ বাঁচাতে সাহসী পদক্ষেপ দুই বোনের! অ্যাসিড হামলায় আহত চারজন দালাল
উত্তর দিনাজপুর: অ্যাসিড হামলার ঘটনায় আহত চারজন জমির দালাল।ঘটনা উত্তর দিনাজপুর করণদিঘী থানার অন্তর্গত পিচলা গ্রামের। আরতি সাহা নামে এক গৃহবধূর অভিযোগ তপন সিংহের সঙ্গে বছর পাঁচেক আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পরেই স্বামী পরকীয়ার জেরে হঠাৎই অন্য এক মহিলাকে বিয়ে করে ফেলে। আরতি সাহাকে অনেকবার বাড়ি থেকে চলে যেতে বলে তাঁর স্বামী। কিন্তু বাড়ি থেকে না যাওয়ায় স্বামী তপন সিংহ সেই মহিলাকে নিয়ে আলাদা বাড়িতে চলে যায়। সেই সময়ে চুপি চুপি হঠাৎই তাঁর স্বামী কিছু জমি দালাল এর…