মুম্বই ম্য়াচে হারের পর দলের প্লেয়ারদের ব্যর্থতা নিয়ে কী বললেন মহমেডান কোচ?
মুম্বই: মুম্বই সিটি এফসি-র মতো ভাল দলের কাছে তিন গোলে হার মেনে নিতে দ্বিধা নেই মহমেডান এসসি-র কোচ আন্দ্রেই চেরনিশভের। রবিবার মুম্বই ফুটবল এরিনায় লালিয়ানজিয়ালা ছাঙতেদের প্রায় ৭০ মিনিট পর্যন্ত গোল করতে দেননি সাদা-কালো ব্রিগেডের ফুটবলাররা। দলের ফুটবলারদের এই পারফরম্যান্সের জন্য বরং তাঁদের ধন্যবাদ জানান চেরনিশভ। রীতিমতো দাপুটে ফুটবল খেলে চলতি লিগের সাত নম্বর জয়টি এ দিন পায় মুম্বই। ম্যাচের প্রায় ৭০ শতাংশ বলের দখল রাখে তারা। লক্ষ্যে রাখা তিনটি শট থেকেই গোল পায় তারা। মহমেডান এসসি ম্যাচের খুব…