Long Covid: পুরুষ ও মহিলার মধ্যে লং কোভিডে কারা বেশি ভোগে জানেন?
নিজস্ব প্রতিবেদন: একবার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পরেও এর বিপদ থেকে যাচ্ছে। আপনি হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলেই মনে করেলন, কিন্তু দেখা যাচ্ছে, আপাত ভাবে সুস্থ থাকলেও ভিতের ভিতরে কোভিড সিনড্রোমে ভুগছেন হয়তো। এটাকেই লং কোভিড নাম দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত নতুন গবেষণা জানাচ্ছে, পুরুষদের চেয়ে মহিলারাই লং কোভিডে ভোগেন বেশি। লং কোভিড কী? এটি মূলত একটি সিনড্রোম। এতে কোভিড সংক্রমণের পরে রোগজটিলতার প্রকোপ ৪ সপ্তাহেরও বেশি সময় ধরে চলে। এটা অবশ্য সব চেয়ে কম সময়-পর্ব।…