Muhammad Abbas | PAK Vs NZ: লাহোরে জন্মানো ক্রিকেটারের ঐতিহাসিক অভিষেক, ‘দেশে’র বিরুদ্ধেই করলেন সর্বকালীন রেকর্ড!
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫টি টি-টোয়েন্টিআই ও ৩টি ওডিআই ম্যাচের সিরিজ খেলতে নিউ জ়িল্যান্ডে এসেছে পাকিস্তান (Pakistan tour of New Zealand 2025)। আয়োজক দেশ ৪-১ টি টোয়েন্টি সিরিজ জিতেছে। শনিবার, আজ থেকে শুরু হয়েছে ওডিআই সিরিজ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৭৩ রানে জিতেই নিউ জ়িল্যান্ডে ওডিআই সিরিজের শুভারম্ভ করেছে। আর এদিন আলোচনায় একটাই নাম- মহম্মদ আব্বাস (Muhammad Abbas)। এদিন পাকিস্তান টস জেতে। মহম্মদ রিজওয়ান জানান যে, তাঁরা বল করবেন। মিশেল ব্রেসওয়েলদের ব্যাট করার আমন্ত্রণ জানান রিজওয়ান। ১৩ ওভারের ভিতর ৫০…

